কিন্তু অনেকেরই সমস্যা হয় Vocabulary, Spelling এবং Sentence Making নিয়ে। ফলে একটা সুন্দর মেসেজও ভুলভাবে গিয়ে পড়ে যা একটা bad impression তৈরি করে।
🙋♂️ আমি অনেককে দেখেছি ChatGPT বা AI tools ব্যবহার করে এই প্রব্লেম সল্ভ করতে গিয়ে নিচের প্রম্প্টটি দেন : “Please rewrite the following in proper grammar”
কিন্তু এই প্রম্প্ট অনেক সময় মেসেজটা এমনভাবে বদলে দেয় যে মূল বক্তব্যটাই হারিয়ে যায়!
🎯 অথচ সমাধান আছে মাত্র একটা প্রম্পটে! একটা মাত্র লাইনেই আপনি আপনার ইংলিশ লেখার Grammar, Spelling ও Sentence Structure ঠিক করতে পারেন — মূল মেসেজ অক্ষুন্ন রেখে!
🪄 প্রম্প্টটি হলো: “Please rewrite the following in proper grammar without any change”
এরপর আপনার মেসেজটা দিন, বাকি কাজ AI ওপর ছেড়ে দিন।
✅ AI আপনার মেসেজকে সুন্দর ও প্রফেশনাল করে দেবে ✅ কোনো ভুল থাকবে না ✅ আপনার মূল কথা ঠিক থাকবে
👉 এখনই ট্রাই করে দেখুন! AI হোক আপনার রাইটিং পার্টনার।